হোম > জাতীয়

বিদায়ী সংবর্ধনা নিতে যাননি ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের মন্তব্যটি বেশ আলোচিত হয়েছিল। সেই আলোচিত মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ আজ রোববার বিদায়ী সংবর্ধনা নিতে যাননি হাইকোর্টে।

প্রথা অনুযায়ী শেষ কর্মদিবসে এজলাস কক্ষে বিচারপতিদের সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোনো ধরনের সংবর্ধনা না নেওয়ার কথা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রোববার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। যার কারণে আদালতে আসতে পারেননি। আর কোনো সংবর্ধনা নেবেন না বলে আগেই জানিয়েছিলেন।’ 

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে ১০ অক্টোবর জামিন দেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। একই সঙ্গে তাঁদের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তখন শুনানির একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ 

পরে বিচারপতির ওই মন্তব্যে তাঁর শপথ ভঙ্গ হয়েছে বলে সাংবাদিকদের বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগও করেন তিনি। পরবর্তীকালে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময় প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

দেশবিরোধী ষড়যন্ত্র: এবার গুলশান থানার মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

১৭৫ থেকে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

যাত্রীদের মালপত্রের নিরাপত্তায় শাহজালালে বডি ক্যামেরা পরবেন ট্রাফিক স্টাফরা

দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য আকর্ষণীয় সুযোগ

জনশক্তি রপ্তানিতে সংকট তৈরি হয়েছে দালাল চক্রের কারণে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

টিভি টক শোতে সব প্রার্থীর সমান সুযোগ চায় ইসি, কটূক্তি প্রচারে মানা

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতে বিজয় দিবসে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন: আদিলুর রহমান

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা