হোম > জাতীয়

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে হারানো ২১ শিশুকে পরিবারে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা এ তথ্য জানিয়েছেন। 

নাদিয়া ফারজানা বলেন, ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা ১ হাজার ৩৯৪ হলেও বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ১৯১ জন। এই অল্প জনবল নিয়েও ৩০টি জেলায় ৪০টি পর্যটন জোনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করে গেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশের এ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাদিয়া ফারজানা আরও বলেন, ঈদের তৃতীয় দিন ১ জুলাই কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে আসা রাজীব সরদারকে (১৭) মারধরের ঘটনায় মহিপুর থানায় মামলা হয়। এই ঘটনায় মামলায় অভিযুক্ত তিনজনকে ট্যুরিস্ট পুলিশ গ্রেপ্তার করে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছে।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

২২ কোটি টাকার অবৈধ সম্পদ: আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর