হোম > জাতীয়

সরকারি কর্মচারীদের প্রণোদনা জুলাই থেকেই চালু, পাবেন সাময়িক বরখাস্তরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।

পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।

চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।

সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। 

স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।

চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্ট-২: এবার এক দিনে গ্রেপ্তার ১৩৯৮ জন