হোম > জাতীয়

শেখ হাসিনা ভুল কিছু করেননি, বাংলাদেশে তাঁর অধ্যায় শেষ: জয়

শেখ হাসিনা ভুল কিছু করেননি এবং তিনি বাংলাদেশে সবচেয়ে সেরা সরকার পরিচালনা করেছেন। বাংলাদেশে তাঁর অধ্যায় শেষ—এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। 

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ভুল কিছু করেননি। তিনি দেশে সেরা সরকারই পরিচালনা করেছেন। তবে তিনি এখন হতাশ ও ভগ্নহৃদয়। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। তিনি এখন তাঁর নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাবেন।’ 

ইন্ডিয়া টুডেকে জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) শক্ত হাতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।’ 

শেখ হাসিনার লন্ডনে যাওয়ার পরিকল্পনার খবরের বিষয়ে জয় বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। লন্ডন-সংক্রান্ত প্রতিবেদন সত্য নয় এবং তিনি কোনো আশ্রয়ও চাননি।’ 

জয় আরও বলেন, দেশের রাজপথে রক্তপাত চাননি বলেই তাঁর মা বাংলাদেশ ছেড়েছেন। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ৩ আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চায়নি। 

এ সময় জয় আরও বলেন, তিনি ছাত্রদের উসকানি দেওয়া এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত থাকার সন্দেহ করছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ হবে পরবর্তী পাকিস্তান এবং এখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তিনি দেশে হিন্দু ও খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু করা হবে বলেও ভয়ও প্রকাশ করেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ