নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিত্রশিল্পী শাহাবুদ্দিন জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে যখন জাতীয় পতাকা তুলছিলেন, তখন তিনি বারবার তাকাচ্ছিলেন ওপরের দিকে। নীল আকাশে লাল-সবুজ পতাকাকে কেমন দেখায়। প্রতিবারই হয়তো নীল আকাশে নিজের দেশের পতাকা দেখে আপ্লুত হয়ে যান এই মুক্তিযোদ্ধা শিল্পী। আজ শুক্রবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছরপূর্তি সমাপনী এবং সেলিম আল দীনের ৭৪তম জয়ন্তী এবং ৯ম জাতীয় সম্মেলনের দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন হলো এভাবেই।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে সম্মেলনের আয়োজন করা হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির গ্রাম থিয়েটারের কর্মীরা। জাতীয় সংগীত, গ্রাম থিয়েটার সংগীত আর বেলুন উড়িয়ে উদ্বোধনীপর্ব শুরু হয়। পরে একাডেমির সামনের রাস্তায় শোভাযাত্রা বের হয়।
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘আমি থিয়েটারের লোক না। ছবি আঁকি। এখানে আসার একটাই কারণ। আমরা এক জায়গায় যুদ্ধ করেছি আমি আর বাচ্চু। শরণার্থী হিসেবে আসাদ বাচ্চু ট্রেনে করে যাচ্ছে। পরিচিতদের খুঁজছি। ওই সূত্রে ট্রেনেই দেখা হয়। কত ইতিহাস। বাচ্চু, আসাদ, আমি মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে নাটকের কথা শুনিনি।’
নাটক বাংলাদেশে একটা রেনেসাঁ তৈরি করেছিল। কলকাতা, প্যারিস, লন্ডন নাটকের জায়গা। সিনেমার জায়গা। পূর্ব পাকিস্তানে এই নাটক করতে বাধা ছিল। স্বাধীনতার পরে এটা তৈরি হয়েছে।
দেওয়া হয় নাট্যাচার্য সেলিম আল দীন পদক। ২০২১ সালের সেলিম আল দীন পদক পান অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘একটু আবেগ তাড়িত হচ্ছি। যার নামে আমাকে সম্মানিত করা হলো তাঁর সঙ্গে ১৫ বছর দেখা নেই। গ্রাম থিয়েটারের অনেকের সঙ্গেই আজকে দেখা হয়েছে। আমাদের যিনি নাটক করবার দীক্ষা দিয়েছিলেন তিনি সেলিম আল দীন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, অভিনেতা আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। আয়োজনের সভাপতি ছিলেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন অলোক পাল। আলোচনা সভার পরে নবম জাতীয় সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাম থিয়েটারের বিভিন্ন দলের ঐতিহ্যবাহী পরিবেশনা হবে।
এ ছাড়া সেলিম আল দীনের জন্মজয়ন্তী উদ্যাপন করে নাটকের দল স্বপ্নদল। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিত্রঙ্গদার ৯৯ ও শততম মঞ্চায়ন। নির্দেশনায় জাহিদ রিপন। অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রশীদ হারুন। দুই দিনব্যাপী হচ্ছে এই আয়োজন। আগামীকাল হবে হেলেন কেলার নাটকের ৪৯ ও ৫০তম প্রদর্শনী। অতিথি থাকবেন নাট্যকার মাসুম রেজা।