অনলাইন ডেস্ক
দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান নজিরবিহীন বন্যায় পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ পরিবার। ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এখনো দুজন নিখোঁজ আছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।
দুর্যোগ–সংক্রান্ত মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ রোববার বেলা ৩টায় দিনের (২৫ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে আবহাওয়া পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট থেকে এ বন্যায় দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮।
মৃত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় চার, নোয়াখালীতে তিন, কক্সবাজারে তিন, ফেনীতে এক, ব্রাহ্মণবাড়িয়ায় এক ও লক্ষ্মীপুরে একজন আছেন। এ ছাড়া নিখোঁজ দুজন মৌলভীবাজারের।