হোম > জাতীয়

করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেক সরকারি-বেসরকারি হাসপাতালে আক্রান্ত রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিপক্ষ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো, যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি তাঁদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করা জরুরি হয়ে পড়েছে।

নির্দেশনা না মানলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, প্রত্যেক জেলায় করোনা হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনসহ হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা সরবরাহ করা, করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান, তাঁদের জন্য হাসপাতালে আলাদা স্থান নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশ পাঠানোর পর এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া রিটটি করা হয় বলে আসকের আইনজীবী মো. শাহিনুজ্জামান জানান।

সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতির ক্ষমা: নীতিমালার জন্য হাইকোর্টে রিট আবেদন

নিরাপরাধীরা কারাগারে যাক, চান না অভ্যুত্থানে নিহত রিকশাচালকের স্ত্রী

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার

এমবিবিএসে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

‘গোল্ডেন হুইট’ রঙের পোশাকে মাঠে থাকবে আনসার

দুদকের ২ মামলার আসামি বাহার, একটিতে মেয়ে

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

কালো ছেড়ে ‘গ্রিন অলিভ’ পোশাকে র‍্যাব

৩০ অক্টোবরের পর দেশ ছেড়েছে ১৫ হাজার ৬১৮ অবৈধ বিদেশি

সেকশন