সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের দলীয় সাংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।
শপথ গ্রহণ শেষে সাংসদ হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান জাতীয় পার্টির আতিকুর রহমান আতিককে পরাজিত করেন। হাবিব ৮৯ হাজার ৭০৫ ভোট পান। আর আতিক পান ২৪ হাজার ৬০৪ ভোট। এছাড়াও আরও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া।