কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। আজ সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছর মার্চে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আদালতকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে ৯ মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপরই সুপ্রিম কোর্ট ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য প্র্যাকটিস নির্দেশনা জারি করে। ১১ মে দেশে প্রথমবার ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।
করোনার প্রকোপ কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও চলে শারীরিক উপস্থিতিতে বিচারিক কাজ। চালু থাকে ভার্চুয়াল আদালতও। তবে আপিল বিভাগ এবং চেম্বার আদালত ভার্চুয়ালই চলে আসছিল।