হোম > জাতীয়

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৫৪। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু এবং ৩৫২ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন কোভিড রোগী। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। 

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

আগামীকাল ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

মানুষ ও প্রাণীর রোগের ধরন আলাদা করা যাচ্ছে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

জরুরি সেবা ৯৯৯ এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল

রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান নারায়ণগঞ্জে গ্রেপ্তার

দপ্তরের কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

পুলিশে পদোন্নতি, এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ জন

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিল গণফ্রন্ট ও জেএসডি

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ জন