Ajker Patrika
হোম > জাতীয়

নতুন কোটা নয়, যোগ্যতার ভিত্তিতে জুলাই শহীদ পরিবারের একজন চাকরি পাবেন: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

নতুন কোটা নয়, যোগ্যতার ভিত্তিতে জুলাই শহীদ পরিবারের একজন চাকরি পাবেন: নাহিদ ইসলাম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: বাসস

জুলাই শহীদ পরিবারের কর্মক্ষম একজন সদস্য যোগ্যতার বিচারে সরকারি, আধা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান উপদেষ্টা।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।’

আহতদের বিষয়ে উপদেষ্টা লিখেছেন, ‘আহতদের ক্ষেত্রে যাঁরা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবেন না, তাঁদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ রকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাঁদের আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।’

উপদেষ্টা আরও লেখেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে। তাঁদের এই ক্ষতি আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারব না। আর এই পরিবারগুলো যেকোনো সুযোগ–সুবিধার চেয়ে কেবল সবার কাছ থেকে সম্মান ও মর্যাদা চায়।’

নাগরিকত্ব ছাড়লে এনআইডি বাতিল, ভোটও থাকবে না

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ইউনূস-মোদি বৈঠক আগামীকাল

মিয়ানমারের বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও মেডিকেল টিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

বিমসটেকের নৈশভোজে পাশাপাশি চেয়ারে মোদি ও ইউনূস

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ব্যাংকক পৌঁছেছেন

ট্রেনের ছাদে ভ্রমণে বিরত থাকতে অনুরোধ রেল মন্ত্রণালয়ের