Ajker Patrika
হোম > জাতীয়

ফ্যাসিবাদের মোটিফে আগুন: চারুকলার শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার দাবি ফয়েজ তৈয়্যবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্যাসিবাদের মোটিফে আগুন: চারুকলার শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার দাবি ফয়েজ তৈয়্যবের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মোটিফ’ পুড়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিফ পুড়ে যায় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ ঘটনার পেছনে চারুকলা ইনস্টিটিউটে বিগত সরকারের দোসরদের এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি চারুকলার শিক্ষকদের এর জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ শনিবার এক ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ বলেন, ‘চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলায় ফ্যাসিবাদের ডিপ রুটেড অ্যাসোসিয়েশন এখনো থেকে গেছে। এ জন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ‘এখন থেকে এটা নিশ্চিত করার দরকার আছে যে, মননশীল শিল্প কিংবা সৃজনশীলতার নাম করে ফ্যাসিবাদ এবং একতরফা আওয়ামী ন্যারেটিভ লালন করতে পারবে না চারুকলা, যা তারা বিগত ১৫ বছরে বিস্তর করেছে এবং বড্ড বাড়াবাড়ি পর্যায়ে করেছে। তারা ফ্যাসিবাদী রাজনীতির সাংস্কৃতিক বুনন এবং আওয়ামী বয়ান তৈরির কারিগর ছিল। নাশকতার আগুন প্রমাণ করছে, এদের কালো হাত আজও সমানে সচল।’

এ ধরনের ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করে ফয়েজ তৈয়্যব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলাকে অতি দ্রুত ফ্যাসিবাদী শিক্ষক পান্ডাদের সচেতন স্যাবোটাজ থেকে বাঁচাতে হবে।’

আলোচনা আছে, পদক্ষেপ নেই

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হতে পিএসসির অনুরোধ

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে: ধর্ম উপদেষ্টা

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিচার বিভাগীয় কর্মচারীদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্থ করার প্রস্তাব

সংবাদপত্রের মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি