হোম > জাতীয়

মানুষকে মানুষ হিসেবে দেখেছেন বঙ্গবন্ধু

সাজ্জাদ মাহমুদ খান, ঢাকা

‘রাষ্ট্রের মানুষ হবে বাঙালি। তাদের মূলমন্ত্র সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ ১৯৭২ সালের ২৪ জানুয়ারি টাঙ্গাইলের জনসভায় ভাষণে এভাবেই নিজের কথা তুলে ধরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধর্ম, বর্ণ আর জাতপাতের বিচার না করে মানুষকে হৃদয়জুড়ে জায়গা দিয়েছিলেন। তাই তো গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েও বিশ্বজয় করেছিলেন। ১৯৪৭ পরবর্তী সময়ে তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বাঙালি জাতির মুক্তির ইতিহাস। তরুণ শেখ মুজিব ক্রমেই বাঙালি জাতির মুক্তিদাতা ও স্বাধীনতার স্থপতি।

শৈশব থেকেই সাম্প্রদায়িকতা দেখলে বিচলিত হয়ে পড়তেন বঙ্গবন্ধু। ১৯৩৮ সালের ঘটনা উল্লেখ করে বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, ‘শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তাঁরা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়নের সৃষ্টি হল। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে। কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান বলে কোন জিনিস ছিল না।’

বঙ্গবন্ধু মানুষকে প্রথমত একজন মানুষ হিসেবে মূল্যায়ন করতেন। পাকিস্তান যেন সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত না হয়, তার চেষ্টা তিনি সব সময়ই করেছেন। দেশভাগ হয়ে যাওয়ার পর দেশের হিন্দুরা যেন দেশত্যাগ না করে, তার আপ্রাণ চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু লিখেছেন, ‘ফরিদপুর জেলে ফিরে এলাম। দেখি চন্দ্র বাবু হাসপাতালে ভর্তি হয়েছেন। সিভিল সার্জন সাহেব তাঁকে বাইরের হাসপাতালে নিতে হুকুম দিলেন। চন্দ্র ঘোষ তাঁকে বললেন, আমার তো কেউ নাই। আমি শেখ মুজিবুর রহমানকে একবার দেখতে চাই, সে আমার ভাইয়ের মতো। জীবনে তো আর দেখা হবে না।’

‘সিভিল সার্জন এবং জেলার সুপারিনটেনডেন্ট তাদের নির্দেশে আমাকে জেলগেটে নিয়ে যাওয়া হল। আমাকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন ভাই এরা আমাকে সাম্প্রদায়িক বলে বদনাম দিল শুধু এই আমার দুঃখ মরার সময়। তোমার কাছে আমার অনুরোধ রইল, মানুষকে মানুষ হিসেবে দেখো মানুষে মানুষে কোন পার্থক্য ভগবান করে নাই।’

‘এমন ভাবে কথাগুলো বললেন যে সুপারিনটেনডেন্ট জেলার সাহেব, ডেপুটি জেলার ডাক্তার ও গোয়েন্দা কর্মচারী সকলের চোখে পানি এসে গেল। আর আমার চোখেও পানি এসে গিয়েছিল। বললাম চিন্তা করবেন না, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান হিন্দু খ্রিষ্টান বলে কিছু নাই। সকলেই মানুষ।’ 
বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা মানে সমাজে শান্তি বজায় রেখে সবার নিজ নিজ ধর্ম পালন করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা। ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান প্রসঙ্গে জাতীয় সংসদে বঙ্গবন্ধু ভাষণে বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। হিন্দু তার ধর্ম পালন করবে; মুসলমান তার ধর্ম পালন করবে; খ্রিষ্টান, বৌদ্ধ—যে যার ধর্ম পালন করবে। কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না।

এ কারণেই নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ধর্মনিরপেক্ষতার অন্যতম স্পষ্ট সমর্থক, যেখান থেকে বিশ্ব শিখতে পারে। বিশেষত ভারতীয় উপমহাদেশের সকল দেশ বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন থেকে দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা নিতে পারে।’ 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা