হোম > জাতীয়

অক্টোবরে সড়কে প্রাণহানি বেড়েছে ৬ শতাংশের বেশি, অধিকাংশ মোটরসাইকেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

চলতি অক্টোবর মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪৬৯ জনের এবং আহত ৮৩৭ জন। নিহতের মধ্যে নারী ৭৪ জন ও শিশু রয়েছে ৬৬ জন। হিসাব অনুযায়ী-সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ছিল ৪২৬ জন। প্রতিদিন গড়ে নিহতের সংখ্যা ছিল ১৪ দশমিক ২ জন। কিন্তু অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ জন। এই হিসাবে অক্টোবর মাসে প্রাণহানি বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে নারী ৭৪ জন ও শিশু রয়েছে রয়েছে ৬৬ জন।

আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়—সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। গত মাসে মোট দুর্ঘটনার মধ্যে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনা। আরও এতে নিহত হয়েছে ১৯৬ জন, যা মোট নিহতের ৪১ দশমিক ৭৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৬ দশমিক ৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৭৪ শতাংশ।

যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন, অর্থাৎ ১৪ দশমিক ২৮ শতাংশ। এই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত, ৩ জন আহত হয়েছেন। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত হয়েছিল। প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৪ দশমিক ২ জন। অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৫ দশমিক ১২ জন। এই হিসাবে অক্টোবর মাসে প্রাণহানি বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।

জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে জাতিসংঘ

ভ্রমণকর হারাচ্ছে সরকার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজে অসন্তুষ্ট আহতরা

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণেরা প্রভাব ফেলবে: তথ্য উপদেষ্টা নাহিদ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানি: আপাতত ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

সেকশন