নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বনশ্রীতে ১৪ বছরের কিশোর আশিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন আশিকুলের মা আরিশা আফরোজ।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক ডিবির প্রধান হারুন অর রশীদ, সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ। এ ছাড়া অজ্ঞাতনামা পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মামলায় আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে বনশ্রীর মূল সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ১৪ বছর বয়সী কিশোর আশিক। মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে নির্বিচারে মিছিলে গুলি করে। এতে তাঁর ছেলে নিহত হন।