হোম > জাতীয়

রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা-নেপিদো

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুত ঢাকা ও নেপিদো। বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে কারিগরি টাস্কফোর্স বৈঠকে এ প্রস্তুতের কথা জানায় দুই পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বৃহস্পতিবার রোহিঙ্গা নাগরিকত্ব যাচাই-বাছাই নিয়ে নতুন করে গঠন করা কারিগরি পর্যায়ের অ্যাডহক টাস্কফোর্সের প্রথম বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং মিয়ানমারের পক্ষে দেশটির অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের উপ মহাপরিচালক ইয়ে তুন এতে নেতৃত্ব দেন। 

কারিগরি পর্যায়ের আলোচনায় দুই পক্ষই রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়ার দেরির কারণ খুঁজতে প্রস্তুতির কথা জানান। বাংলাদেশের প্রচুর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। পূর্বে মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ধীর গতির জন্য বাংলাদেশের অসন্তুষ্টির কথা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। এ ছাড়া সই করা তিনটি দ্বিপক্ষীয় দলিলের আওতায় সকল ধরনের সহযোগিতার কথা জানানো হয়। সেই সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়। 

আগের যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তালিকার দ্রুত সমাধান করতে পারলে টেকসই ও দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা করবে। এর সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ ও রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে তুলে ধরা হয়। কারিগরি পর্যায়ের বাধাগুলো এবং তথ্যের ফারাকগুলো মিয়ানমারের পক্ষ থেকে বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেই সঙ্গে পূর্বের যাচাই-বাছাই সম্পন্ন করার বিষয়টি মিয়ানমারের নিশ্চয়তা দেওয়া হয়।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা