Ajker Patrika
হোম > জাতীয়

চেয়ারম্যানসহ পুরো মানবাধিকার কমিশনের পদত্যাগ

অনলাইন ডেস্ক

চেয়ারম্যানসহ পুরো মানবাধিকার কমিশনের পদত্যাগ
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং কমিশনের সদস্যরা পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।

ইউশা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো কমিশনই পদত্যাগ করেছে। চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে কমিশনের পাঁচজন সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

কামাল উদ্দিন আহমেদ ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পদত্যাগ করা কমিশনের সদস্যরা হলেন মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ ও ড. তানিয়া হক।

তরুণদের মাদকে আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে: উপদেষ্টা ফরিদা

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে: প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা

চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ফেব্রুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৯ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

খোলা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিলেন ইসি তাহমিদা

স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য ৫ শতাংশ কোটা, পাবে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যারাও

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা