হোম > জাতীয়

সুন্দরবনে সুপেয় পানি সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনের অভ্যন্তরে লবণাক্ত পানি ঢুকেছে এবং সেখানে সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে বন্য প্রাণী, বনজীবী, পর্যটক ও বন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে সুন্দরবনের অভ্যন্তরে পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কমিটির সদস্য ছানুয়ার হোসেন ছানু আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণীরা লবণাক্ত পানি পান করে না। প্রাণীর জন্য মিঠা পানি সরবরাহ এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষায় মুজিব কিল্লার মতো উঁচু টিলা বনানোর জন্য আমরা সুপারিশ করেছি। একই সঙ্গে সুন্দরবনকে সংরক্ষণের জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার, সে সম্পর্কে আলোচনা করেছেন বৈঠকের সবাই। সবাই একবাক্যে বলেছেন-সুন্দরবনকে বাঁচাতে হবে।’ 

সুন্দরবনের জীববৈচিত্র্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুন্দরবনকে আরও কীভাবে সুরক্ষিত রাখা যায়, এ বিষয়ে প্রস্তাব তৈরি করার জন্য সংসদীয় কমিটি একটি উপ-কমিটি করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য আরমা দত্তকে। আরও দুই সদস্য হলেন—এস এম আতাউল হক ও ছানুয়ার হোসেন ছানু। 

কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন, এস এম আতাউল হক, ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ