নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক (ডিজি) পরিবর্তন করা হয়েছে। নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ। তিনি এত দিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এখন ইউসুফ আখন্দ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারে স্থলাভিষিক্ত হলেন।
আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
ড. দেবাশীষ সরকার ২০২১ সালের ২১ অক্টোবর থেকে বারির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক দিন ধরে দেবাশীষ সরকারসহ তাঁর অনুসারীদের অপসারণ ও বিচারের দাবিতে গাজীপুরের জয়দেবপুরে বারি ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
অভিযোগ রয়েছে, দেবাশীষ মহাপরিচালক হওয়ার পর থেকে তাঁর অনুসারীদের নিয়ে অনিয়ম-দুর্নীতির বলয় তৈরি করেন। ২০২৩ সালে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বিধিবিধানের তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে বিভিন্ন নিয়োগ, বদলি–বাণিজ্য, টেন্ডার–বাণিজ্য ও নানা অপকর্ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।