নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোরতম লকডাউনে সীমিত পরিসরে গতকাল সোমবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কিছু জরুরি সেবা চালু করেছিল। কিন্তু একদিন পরেই আজ মঙ্গলবার জরুরি সেবা কার্যক্রম বাতিল করলো সংস্থাটি।
আজ বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিআরটিএর সব সেবা কার্যক্রম করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায়, সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লকডাউনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিআরটিএর সব সেবা।