হোম > জাতীয়

১৫ বছরের ব্যবধানে কোটিপতি চুমকি

গাজীপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। গত ১০ বছরে লাখপতি থেকে কোটিপতি হয়েছেন তিনি। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকা বেড়েছে ১৫ গুণ। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চুমকির কাছে কোনো নগদ টাকা না থাকলেও বর্তমানে আছে ৩৮ লাখ টাকার বেশি। আর দশম জাতীয় নির্বাচনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির টাকা ছিল ২২ লাখ ৪০ হাজার। বর্তমানে আছে ৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। 

হলফনামার তথ্য অনুযায়ী, দশম নির্বাচনে চুমকির জমা টাকার পরিমাণ ছিল ২২ লাখ ৪০ হাজার। তাঁর স্বামীর নামে ছিল ১৫ লাখ ৮০ হাজার টাকা। একাদশ নির্বাচনের সময় চুমকির জমা টাকা বেড়ে হয়েছিল ৯৯ লাখ ৫২ হাজার ৭৬২। তাঁর স্বামীর বেড়ে হয়েছিল ৮২ লাখ ৯৪ হাজার ৪২৭ টাকা। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকার পরিমাণ ৩ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ১৩২ টাকা। অর্থাৎ দশম থেকে দ্বাদশ নির্বাচন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুমকির জমা টাকার পরিমাণ বেড়েছে ১৫ গুণ। কিন্তু হলফনামায় তিনি তাঁর স্বামীর জমা টাকার কোনো তথ্য দেননি। হলফনামা অনুযায়ী, দশম নির্বাচনে চুমকি বাড়িভাড়া বাবদ ১ লাখ ৭১ হাজার টাকা আয় করেন। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা