বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে আমাদের পোশাক শিল্পের সঙ্গে জড়িতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’ আজ বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে ব্র্যাক আয়োজিত ‘পোশাক শ্রমিকদের কল্যাণে জাতীয় পরামর্শ’ শীর্ষক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
টিপু মুনশি আরও বলেন, ‘আমাদের রপ্তানি আয়ে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত অর্থবছরে আমরা ৪২ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করেছি। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে পোশাক শিল্প অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এ জন্য এই শিল্পের সাথে জড়িতদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের কল্যাণে আমরা তাদের চাকরিচ্যুতি না ঘটা ও কর্মঘণ্টা নির্ধারণের ব্যাপারে সচেতন ছিলাম। তাদের সমস্যা ও অভিযোগ সমাধানের জন্য আমরা একটা হেল্প লাইন সৃষ্টি করেছি।’
শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়ে মন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এই লক্ষ্যমাত্রা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে অর্জন করা সম্ভব নয়।’