নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সাধারণ জনগণের হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ বিচারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
এর আগে গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে ১৩ আগস্ট হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।