হোম > জাতীয়

স্ত্রীর যৌতুক মামলায় সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের এএসপি সোহেল

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্ত্রীর করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের জেলার রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার সোহেল উদ্দিন। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকার সিএমএম আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। ওই মামলায় তিনি গত বছরের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই মামলায় গত বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিএসআর পার্ট-১ বিধি ৭৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএসআর পার্ট-১ বিধি ৭১ অনুযায়ী তিনি খোরপোশ পাবেন। জামিন গ্রহণের তারিখ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে তা কার্যকর হবে। 

এর আগে তিনি পূর্ণ বেতন নিয়ে থাকলে তা সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা