হোম > জাতীয়

শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না: আদিলুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্প মন্ত্রণালয়ের অধীন সার কারখানাগুলো চালু করার জন্য এবং বিভিন্ন শিল্পনগরীগুলো উৎপাদনে নেওয়ার জন্য গ্যাস সংকটের সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

আদিলুর রহমান খান বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না। জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এত মানুষের রক্তের ওপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা ছাত্র-জনতার ম্যান্ডেট পূরণে সাধ্যমতো চেষ্টা করব।’

শিল্প উপদেষ্টা বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের এখানে পরিবেশবান্ধব কিছু কাজ করার ব্যাপারে চেষ্টা আছে। যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত শিল্প, ওইটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিবেশবান্ধব অবস্থায়। জাহাজ শিল্পের ক্ষেত্রেও যেন এই পরিকল্পনাটা থাকে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেক দিনই বসব এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমরা করব। এখানে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু আন্তমন্ত্রণালয় আলোচনা আছে।’

এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে যে সার আমদানি করতে হয়, এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি। যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা অ্যাড্রেস করতে পারি। দুর্বল শিল্প খাতগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করছি।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ