Ajker Patrika
হোম > জাতীয়

মঙ্গলবার সকালে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার সকালে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ সোমবার দুপুরে আন্তমন্ত্রণালয়ে বৈঠক শেষে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। যা বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালী সদর ও কলাপাড়ায় আঘাত হানবে।

ঘূর্ণিঝড়ে মানুষ ও গবাদিপশুর যাতে ক্ষতি না হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও ফসলের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। যে সমস্ত মাছের ঘেরগুলো ও ফসলের জমিতে যাতে লোনা পানি না ঢুকে সে জন্য বাঁধগুলোকে উঁচু করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় ৭৬ হাজার স্বেচ্ছাসেবক জনবল নিয়োগ করা হয়েছে বলেও জানান।

ঘূর্ণিঝড়টি দেশের ১৫টি জেলায় আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টি।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার