কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাইসাইকেল চালিয়ে পাহাড়-নদী হয়ে সহস্রাধিক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯ দিনে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশে জার্মানির সাবেক রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ।
নেপালে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা এই কূটনীতিক পরিবারের সঙ্গে বড়দিনসহ ছুটি কাটাতে ব্যক্তিগত সফরে গতকাল রোববার রাজধানীতে পৌঁছেন।
থমাস প্রিনজের নিরাপদে ঢাকা পৌঁছানোর তথ্য ছবি দিয়ে টুইটে আজ সোমবার জানিয়েছেন তাঁর বন্ধু বাংলাদেশে জার্মানির বর্তমান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বন্ধুকে ‘ভালো অবস্থায়’ ঢাকায় দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রোস্টার।
থমাস প্রিনজ শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
বাইসাইকেলের এই অভিযাত্রা শেষে থমাস প্রিন্জ নিজেও টুইট করেছেন। তিনি লিখেন, ‘সাইকেল চালিয়ে তিন দেশের (নেপাল, ভারত, বাংলাদেশ) মধ্য দিয়ে ৯ দিনে ১০২৫ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছেছি। আমি আমার বন্ধু ও সহকর্মী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পেয়েছি। ৯ দিনের চমৎকার এক ভ্রমণের এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলবো না।’