Ajker Patrika
হোম > জাতীয়

ভাসানচরে যাচ্ছে জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভাসানচরে যাচ্ছে জাতিসংঘ

ভাসানচরে আনুষ্ঠানিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে চলতি সপ্তাহে চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, চুক্তির বিষয়ে কাজ এগোচ্ছে। পুরো বিষয়টি জানতে দুই-এক দিন অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

নাম না প্রকাশ করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হতে পারে। গতকাল মঙ্গলবার বিষয়টি চূড়ান্ত হয়েছে। চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘ সম্মত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভাসানচর নিয়ে বাংলাদেশ ও জাতিসংঘের দূরত্ব মিটে গেছে বলা যাবে না। অনেক কিছুতে আপস করা হয়েছে। বিষয়টি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। তারা বিষয়টি নিয়ে বলতে পারবে।

কী ধরনের আপস হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে, যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়ে বাংলাদেশ ছাড় দেবে।

জানা গেছে, ভাসানচর নিয়ে সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা চলছিল। এতে দেশের পক্ষে নেতৃত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনের সুযোগসহ বিভিন্ন শর্ত দিয়েছে জাতিসংঘ। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও একই সুপারিশ করেছে তারা। এসব শর্তের আংশিক মেনেছে বাংলাদেশ।

রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তিনি এ আহ্বান জানান। স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাবাব ফাতিমা সাধারণ বিতর্কে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ অত্যন্ত জরুরি।

রাবাব ফাতিমা বলেন, দীর্ঘ মেয়াদে এই সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোকে মিয়ানমার সংকটের সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বাংলাদেশের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা। 

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায়, সম্পর্ক জোরালো করতে চায়

অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা