Ajker Patrika
হোম > জাতীয়

আট মাসে ভোটার বেড়েছে ৪ লাখ ৬৩ হাজার

মো. হুমায়ূন কবীর, ঢাকা 

আট মাসে ভোটার বেড়েছে ৪ লাখ ৬৩ হাজার
প্রতীকী ছবি

আরও ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন ভোটার বেড়েছে। তাঁদের মধ্যে দেশে ৪ লাখ ৫১ হাজার ২২৯ জন এবং প্রবাসে থাকা ১২ হাজার ২১০ জন নতুন ভোটার হয়েছেন। গত আট মাসে তাঁরা নিজ উদ্যোগে ভোটার হন। অনিষ্পন্ন রয়েছে ৩ লাখ ২০ হাজার ৭৪৪ জনের ভোটার হওয়ার আবেদন।

নির্বাচন কমিশনের (ইসি) ১০ অঞ্চলের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ-সংক্রান্ত সভার ১০ অঞ্চলের নথি থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি এই সভা হয়েছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করায় চলতি বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ হাতে নিতে পারেনি ইসি সচিবালয়।

গত ২ মার্চ ভোটার দিবসে ইসির দেওয়া তথ্য অনুযায়ী তখন ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন ৪ লাখ ৬৩ হাজার ৪৩৯ ভোটার যুক্ত হওয়ায় এই সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৫৯৯ জনে। এ ছাড়া ২০২২ সালে হালনাগাদে ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেওয়া হয়েছিল। আগামী বছরের ২ মার্চ যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, সেখানে আরও ৮ লক্ষাধিক নতুন ভোটার যুক্ত হবে বলে ইসি সূত্র জানায়।

নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘১০ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে আমরা আবার বসব। যেসব আবেদন অনিষ্পন্ন আছে, সেগুলো কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।’ এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, কমিশন না থাকায় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। নতুন কমিশন এসে হয়তো করবে।

ওই সভার নথি থেকে জানা যায়, রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা কার্যালয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ৩৩ হাজার ৪১৮ জন। আবেদন অনিষ্পন্ন আছে ৩১ হাজার ৯৪৬টি। খুলনা অঞ্চলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হয়েছেন ২৪ হাজার ৯০৪ জন। আবেদন অনিষ্পন্ন আছে ২৯ হাজার ২৫১টি। ২২ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে ভোটার হয়েছেন ৩১ হাজার ৫৭৩ জন এবং আবেদন নিষ্পত্তি হয়নি ৩৬ হাজার ১০টি।

কুমিল্লা অঞ্চলে ভোটার হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৮ জন। আবেদন অনিষ্পন্ন রয়েছে ২৬ হাজার ৮০০টি। এই অঞ্চলের প্রবাসীরা ৮ হাজার ৭৮৬টি আবেদন করেছেন। অনুমোদন হয়েছে ৩ হাজার ৪০৯টি। বরিশাল অঞ্চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ২০ হাজার ৮৬ জন। আবেদন অনিষ্পন্ন ১৯ হাজার ৫০৬টি। ফরিদপুর অঞ্চলে ২ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ২৬ হাজার ৫৯৭ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২০ হাজার ৮৬১টির।

ঢাকা অঞ্চলে ৭ অক্টোবর পর্যন্ত ভোটার হয়েছেন ৫৮ হাজার ৯৫৫ জন, আবেদন অনিষ্পন্ন রয়েছে ৭২ হাজার ৭২২টি। ময়মনসিংহ অঞ্চলে ৯ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৮১ হাজার ৮২৩ জন, আবেদন অনিষ্পন্ন ২৪ হাজার ৩৭৪টি। সিলেট অঞ্চলে ১৫ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩৭ হাজার ৮২৯ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ২৪ হাজার ৫৪৬টির। রংপুর অঞ্চলে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৩২ হাজার ৬৪৬ জন, আবেদন নিষ্পত্তি হয়নি ৩৪ হাজার ৭২৮টির।

ইসি ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ে যেকোনো সেবার জন্য সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে সেবার বিষয়ে জানতে ইসির হটলাইন নম্বর ১০৫-এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টোল ফ্রি কথা বলা যাবে।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল