বাংলাদেশের নাগরিকদের ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে। দেশটির সরকারকে সমস্যাটি জানিয়ে দ্রুত সুরাহা করার তাগিদ দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ড. মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি সম্মেলনে দেখা হয়েছে। তাঁকে বলা হয়েছে, ভারত অনেক ভিসা দেয়। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে।’
মোমেন জানান, জয়শঙ্কর তাঁকে বলেছেন, বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে তিনি (জয়শঙ্কর) এ ব্যাপারটি নিয়ে আলাপ করবেন।
মোমেন ও জয়শঙ্কর ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গতকাল বুধবার দিল্লিতে ছিলেন।
মোমেন বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।’
কয়েক দিন আগে সিলেটে বাংলাদেশ-ভারত সংলাপে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ চালুর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।