নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই অভ্যুত্থান নিয়ে দেশের আটটি বিভাগে চলচ্চিত্র নির্মাণ করা হবে। এ লক্ষ্যে আটজন পরিচালক নির্বাচন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিচালকেরা হলেন— অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ুন, শঙ্খ দাস গুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, আখাদিমাহ আফরিন মৌ এবং মোহাম্মদ তাওফীর ইসলাম।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জুলাই অভ্যুত্থান পার হয়ে বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলছে, তার একটি শৈল্পিক ভাষ্য এসব চলচ্চিত্রে দেখা যাবে বলে আশা করা যায়।
এই চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া ঢাকার বাইরের একটা বিরাট জনগোষ্ঠীকে এই শিল্পপ্রক্রিয়ার সাথে যুক্ত করবে এবং এই অভ্যুত্থানোত্তর সময়ে চলচ্চিত্রের মাধ্যমে শিল্পসংস্কৃতির একটি নতুন ভাষ্যের সন্ধান দেবে।