জবি সংবাদদাতা
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সভা স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভা কখন হবে, তা জানানো হবে। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গেও কোনো বৈঠক নেই।’
আন্দোলনের বিষয়ে নিজামুল হক বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে।’
আরও পড়ুন—