ব্যয় সংকোচন করতে তিনটি মন্ত্রণালয়কে চারটি নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। তিনি এই তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আজ রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনাগুলো হলো অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্র সাধন করতে হবে; ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে; উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে; ইতিপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়কে এই চার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।