অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁর ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী তাঁকে স্বাগত জানান।
পেনি ওং আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর। আগামীকাল বুধবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন। আগামীকালই তিনি ঢাকা ত্যাগ করবেন।
এটা গত ২৭ বছরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির বাংলাদেশ সফর।