হোম > জাতীয়

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী চ্যানেলটির প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সে যাওয়ার উদ্দেশে আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরবর্তীতে তাদেরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরার পূর্ব থানার একটি মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

উত্তরা পূর্ব থানার মামলা সূত্রে জানা যায়, টঙ্গীর বেস্ট শার্ট লি. প্রতিষ্ঠানের স্যাম্পল ম্যান হিসাবে কাজ করতেন ফজলুল করিম। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে উত্তরায় এসে ছাত্রদের সঙ্গে যোগ দেন। পরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের জসিম উদ্দিন এলাকায় বিকেল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র জনতা আহত হন। ফজলুল করিমের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হলে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হক, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি খসরু চৌধুরী, হাবিব হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার বড়ুয়া, সাবেক ডিআইজি খালিদ হাওলাদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুর রহমানসহ ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা