হোম > জাতীয়

অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

সাভার (ঢাকা) প্রতিনিধি

‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশে’র অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

দেশের অভিভাবক হিসেবে ক্ষমতায় আসা ও ক্ষমতার বাইরে থাকা সবারই ২০২৪ সালের পরিস্থিতির জন্য দায় রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।

তিনি বলেছেন, ‘৫০ বছর ধরে আমরা দেশটাকে অপশাসনের শিকার হতে দেখেছি। আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে। আজ যখন তরুণেরা প্রতিবাদ করছে, তাদের স্লোগানগুলো আমাদেরই বিরুদ্ধে। ৭১–এর পরে দেশের মাটি ও পতাকা পেলেও আমরা মুক্তিযোদ্ধারা সবকিছু মীমাংসিত করতে পারিনি। সেই অমীমাংসিত বিষয়গুলোর ফলাফল আজকের ২০২৪।’

আজ শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানেরা এখন দেশকে ভালোবাসতে শিখেছে, পতাকাকে সম্মান করতে শিখেছে। যেখানে আমরা ব্যর্থ হয়েছি, সেখানে তারাই গড়বে নতুন দেশ। এটি একটি নতুন মুক্তিযুদ্ধ। তরুণেরা যদি এ যুদ্ধে পিছিয়ে যায়, তবে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধেও দাঁড়াবে, যেমন তারা আজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

দারিদ্র্য নিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘আমি দারিদ্র্যকে অস্বীকার করি। যখন আমি আমার মন থেকে দারিদ্র্যকে মুছে ফেলি, তখন সেটি আমার জীবনে আর জায়গা পায় না। দারিদ্র্য মুছে ফেলতে হলে মনোভাব বদলাতে হবে এবং দারিদ্র্যের কারণগুলো নির্মূল করতে হবে।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ হাসিনার আমলে বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং ব্যাংক লুটের কারণে দেশ একটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। গণতন্ত্র কার্যকর এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার মধ্যে সম্প্রীতি প্রয়োজন।’

দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা তরুণদের সংগ্রামকে স্বীকৃতি দিয়ে বলেন, ‘তরুণেরা সমাজের বৈষম্য, অন্যায় ও অসমতার বিরুদ্ধে লড়াই করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’

‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৮০০ স্বেচ্ছাসেবী তরুণ অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক বিতর্ক এবং ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভল্যুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, আগামী এক বছরের জন্য ১১ সদস্যের জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।

প্রশাসন গোছাচ্ছে সরকার

‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক

রাজউকের সাবেক চেয়ার‍ম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

আরও বাংলাদেশি কর্মী নিতে সৌদি রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বিমসটেক অঞ্চলে কাজ করার সুযোগ রয়েছে’

রাজস্বের লক্ষ্যমাত্রা: আইএমএফের শর্ত ৫৭ হাজার কোটি টাকা, এনবিআরের সক্ষমতা ৮ হাজার

প্রথমবারের মতো নববর্ষ উদ্‌যাপনে যুক্ত হচ্ছে ব্যান্ড মিউজিক

এসএসসি পরীক্ষা ঘিরে যে নির্দেশনা দিল ডিএমপি