হোম > জাতীয়

তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আজকের পত্রিকা ডেস্ক­

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীর দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন পুলিশ কর্মকর্তা হলেন রাজধানীর মিরপুর বিভাগের সাবেক এডিসি মইনুল ইসলাম, চানখাঁরপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেন ও রামপুরা–বাড্ডার ঘটনায় উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি ও অপর দুজনের ২৪ মার্চ দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও বি এম সুলতান মাহমুদ।

পরে এম এইচ তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ১৮ বছর বয়সী এক কিশোরকে বারবার গুলি করা হচ্ছিল। ওই সময় গুলি করেছিলেন চঞ্চল চন্দ্র সরকার।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ