হোম > জাতীয়

বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হবে চার সমঝোতা স্মারক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আগামীকাল বুধবার মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের প্রথম দুই দিন হবে রাষ্ট্রীয় সফরের অংশ। প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে মালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সেখানকার ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানসূচি অনুযায়ী পরদিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় নৌযানে করে মালের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। মালেতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ তাঁকে অভ্যর্থনা জানাবেন। সে সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। 

সেদিন সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর সেখানে সমঝোতা স্মারক সই এবং সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠিত হবে। এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে। সেখান থেকে দুপুরে হোটেল জেন মালেতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, এরপর প্রধান বিচারপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার বিকেলে হোটেল থেকে মালদ্বীপের পার্লামেন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট ৪টি সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এ সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরই মধ্যে সামরিক যানগুলো মালদ্বীপে পাঠানো হয়েছে।

২৪ থেকে ২৬ ডিসেম্বর মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ ডিসেম্বর বিকেলের দিকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা