Ajker Patrika
হোম > জাতীয়

৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি পাবেন না যারা

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি পাবেন না যারা

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী হলেও বেশ কিছু খাতের কর্মীরা এই ছুটি ভোগ করতে পারবেন না।

ঈদ উপলক্ষে আগেই ঘোষিত টানা পাঁচ দিনের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ছুটি পাবেন না যাঁরা

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

এই ছুটি পাবেন না হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবাসংশ্লিষ্ট কর্মীরা। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

৭ মহানগরে কখন কোথায় হবে ঈদের জামাত

নির্বিঘ্ন যাত্রায় স্বস্তিতে বাড়ির পানে মানুষ

ভোলা ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদ

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

সৌদি আরবে কাল ঈদ

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

চট্টগ্রাম–কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কমবে চিকিৎসা খরচ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভূমিকম্পের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস