হোম > জাতীয়

এবার সারা দেশে র‍্যাবের ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশব্যাপী দালাল বিরোধী অভিযানের তিন দিনের মাথায় এবার ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে নেমেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকাল থেকে দেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। 

বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য নিয়ে নিয়মিত অভিযান করেছে র‍্যাব। অসাধু মজুতদারদের বিষয়ে র‍্যাবের কাছে নানা সময় অভিযোগ আসে। তাই দেশব্যাপী এ অভিযান করা হচ্ছে। 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ীসহ দেশের অন্তত শতাধিক স্থানে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে মানহীন পণ্য উৎপাদনের জন্য কয়েকটি নামী রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুতের প্রমাণও মিলেছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে একযোগে অভিযান করে ৪৯৭ জন দালালকে আটক করে র‍্যাব। সাম্প্রতিক সময়ের মধ্যে সেটাই ছিল সবচেয়ে বড় দালালবিরোধী অভিযান। 

র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান করে। ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ জন দালালকে ৯ লাখের বেশি টাকা জরিমানা করেন। এ ছাড়া ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা