Ajker Patrika
হোম > জাতীয়

অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিরিক্ত সচিব হলেন ৯২ কর্মকর্তা

স্থায়ী পদ না থাকলেও ৯২ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তাঁদের পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। পদোন্নতি পাওয়া তিনজন লিয়েন ও শিক্ষা ছুটিতে রয়েছেন, তাঁরা কাজে যোগ দিলে পদোন্নতির আদেশ হবে।

অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা এখন ২১২টি। নতুন ৯২ জনকে নিয়ে জনপ্রশাসনে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৮ জন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ১৩তম ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর বাইরে আগের বঞ্চিত ব্যাচের কয়েকজন কর্তকর্তাও পদোন্নতি পেয়েছেন। নিয়মিত পদ না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অনেক অতিরিক্ত সচিবকে ইন সিটু করে অর্থাৎ আগের দপ্তরেই রাখা হবে।

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির জন্য এবার ৩৫০ জন যুগ্ম-সচিবকে বিবেচনায় আনা হলেও তাঁদের মধ্যে ৯২ জন পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি বিধিমালা অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্য ক্যাডারের যুগ্ম-সচিব পদমর্যাদার ৩০ শতাংশ কর্মকর্তাকে বিবেচনা করা হয়। গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার