আজ মঙ্গলবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, আদালতসহ সব প্রতিষ্ঠান খুলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউ বহাল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে সরকার গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়।
গত রোববার সন্ধ্যা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছিল।