হোম > জাতীয়

ভালো মানুষ হওয়াটা সব পেশার পূর্বশর্ত: স্বাস্থ্য উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বিএমইএসির উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’ আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) উদ্যোগে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমইএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (এসএআর) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভা’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্য রকম হয়ে গেছে। আমাদের দক্ষ, ভালো ও মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।’

স্বাস্থ্য উপদেষ্টা মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশে বলেন, ‘আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশের এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষাসচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা এবং বিএমইএসির সদস্যরাও উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস