Ajker Patrika
হোম > জাতীয়

ইউনূসের মামলার ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউনূসের মামলার ওপর নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। 

ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে। 

অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন। 

ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার