হোম > জাতীয়

রাস্তা বন্ধ না করে সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন, শিক্ষার্থীদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সড়ক আটকে জনদুর্ভোগ সৃষ্টি না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাত কলেজের বিষয়টি মূলত শিক্ষা মন্ত্রণালয়ের। তারপরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে আসে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘রাস্তা বন্ধ না করে কোনো মাঠ বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি দেন। যানজটে জনগণের দুর্ভোগ হয়। ছাত্ররা সব সময়ই পজিটিভ কাজ করে, তারপরেও দু-একটি ভুল হয়ে যেতে পারে।’

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদেরও ধৈর্য ধরার অনুরোধ। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।’

উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ অন্তত ৩৪ জন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ