হোম > জাতীয়

হজে গেলেন প্রতারিত সেই ৫৩৮ জন

রাজধানীর শ্যামপুরের এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের প্রতারণার শিকার সেই ৫৩৮ হজযাত্রীর সবাই হজ পালন করতে সৌদি আরব গেছেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁদের হজে পাঠানোর দায়িত্ব নেয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এরপর তিন ধাপে তাঁদের সৌদি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ধাপে আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩ শতাধিক যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। 

হাব সভাপতি বলেন, ‘তিন ধাপে এসএন ট্রাভেলসের প্রতারিত ৫৩৮ জনকে হজে পাঠানো হয়। আজ সন্ধ্যা ৭টায় তিন শতাধিক হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কোনো হজযাত্রী বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই হাব এই উদ্যোগ নেয়। হজযাত্রীদের ভিসা, টিকিটসহ সব ধরনের সহযোগিতা আমরা করেছি। তারা হজে যেতে পারছেন—এটাই সুসংবাদ।’ 

এর আগে ১৬ জুন আজকের পত্রিকায় ‘প্রতারণার শিকার হজযাত্রীরা এখনো অনিশ্চয়তায়’ শিরোনামে উল্লিখিত ৫৩৮ হজযাত্রীসহ কয়েকটি এজেন্সির প্রতারণার নিউজ প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তারা আজকের পত্রিকাকে আশ্বাস দেয়, প্রতারিত হজযাত্রীদের শিগগিরই হজে পাঠানোর ব্যবস্থা করা হবে। 

হাবের মধ্যস্থতায় সৌদিতে সেই ৮২৩ যাত্রী:
৯ লাখ রিয়াল নিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হন কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মো. মাহমুদুর রহমান এবং তাঁর ছেলে ইউরো ও আহসানিয়া হজ মিশনের মালিক সাদ বিন মাহমুদ। তাঁদের অধীনে ৮২৩ হজযাত্রীর ১ জুন সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু মালিক আটক হওয়ায় ওই তিন হজ এজেন্সির অধীনে নিবন্ধিত ৮২৩ জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে হাবের মধ্যস্থতায় তাঁদের সৌদিতে পাঠানো হয়েছে। ২, ৪ ও ১৩ জুন তিনটি ফ্লাইটে ৬৮৫ জন এবং সর্বশেষ ১৪ জুন বাকি ১৩৮ জনকে সৌদিতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘সৌদি পুলিশের হাতে মালিকেরা আটক হওয়ার পর থেকে ৮২৩ হজযাত্রীর যাত্রার বিষয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আমরা শুরু থেকে সবাইকে হজে পাঠানোর বিষয়ে আত্মপ্রত্যয়ী ছিলাম এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করি। বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি ধর্ম মন্ত্রণালয়, মক্কা হজ মিশন ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা