হোম > জাতীয়

এক মাসে বন্যার কারণে দেশে মৃত্যু ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডোবা ও আঘাতজনিত নানা কারণে গত এক মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে অঞ্চলেই ১৮ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় ভুগেছেন ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডোবা ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত ২৫ ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৪২ জন। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রংপুরে ৩ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন, আরটিআইতে ১১, সর্প দংশনে ৩, পানিতে ডুবে ৩, চর্মরোগে ২২, চোখের প্রদাহ ১৮ ও আঘাত প্রাপ্ত হয়েছে ১০ জন। 

গত এক মাসের বন্যায় চার বিভাগে ১৮৫টি উপজেলার মধ্যে ৬১টি প্লাবিত হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা