হোম > জাতীয়

চলতি বছর সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ২০: ৪৬

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় আজ সকাল ১০টার দিকে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরাহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরাহমন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরাহমন্ত্রী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রেখেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও উমরাহমন্ত্রীকে এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ জন করার অনুরোধ করেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বাংলাদেশি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা দুই হাজার হতে কমিয়ে এক হাজার জন নির্ধারণ করে। তবে আগামী বছর এ কোটা হবে দুই হাজারজন।

বাংলাদেশিদের সীমান্ত পাড়ির প্রবণতা বেড়েছে চার গুণ

বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, দ্রুত চালুর আশ্বাস

শুল্ক ও ভ্যাট বাড়ায় ‘ম্যাসিভ’ প্রভাব পড়বে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সাবেক এমপি হেনরীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

সেকশন