হোম > জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবেন সমন্বয়কেরা

অনলাইন ডেস্ক

২১:২৮

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাঁদের এই রূপরেখার বাইরে কোনো প্রস্তাবকে তাঁরা মেনে নেবেন না। আর যথাযথ সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথে থাকার অঙ্গীকার করেছেন।

১৯:২২

খালেদা জিয়ার আহ্বান

বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

১৮:৪৬

বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কাবস্থায় বিএসএফ 

বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির আলোকে সীমান্তে সতর্কাবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ)। বাংলাদেশ-ভারতের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত আছে।

১৮:৪৫

ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান: আইএসপিআর

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই ছাত্র–শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৮:০৫

ভারতে শেখ হাসিনা, যেতে পারেন লন্ডন

ভারতের দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ। সেখান থেকে তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যেতে পারেন।  দিল্লির প্রান্তে হিন্দোন এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে উড়োজাহাজটি।

নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন বলে জানা যাচ্ছে। ওই বিমানে তাঁর বোন শেখ রেহানাও রয়েছেন। তিনি ইংল্যান্ডের নাগরিক। খবর ইন্ডিয়া টুডে

১৭:২৯

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনতার নিয়ন্ত্রণে ঢাকার রাজপথ। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

১৭:৫৪

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। বিমানবন্দরে নতুন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল এম কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

১৭:১৬

ভাটারা থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিকেল ৫টার দিকে আগুন দেওয়া হয়। আগুন এখনো জলছে।

১৬:৪২

স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হামলা–ভাঙচুর

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।  ফাইল ছবিস্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খানের ধানমন্ডির ভাষায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ কয়েক হাজার মানুষ বাড়িটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভাঙচুর করে।  কিছুক্ষণ পর ভেতর থেকে ধোয়া দেখা যায়। তবে ভেতরে কেউ ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

১৬:১৯

ধানমন্ডিতে আ.লীগের কার্যালয় ও ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে আগুন

ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়, ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ও বাহাউদ্দিন নাসিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের ব্যবহার্য বাড়িতে আগুন দেওয়া হয়। ধানমন্ডির সবগুলো সড়কে বিক্ষুব্ধ জনতার বিজয় উল্লাস।

১৫:৫২

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

১৫:০৯

গণভবনে জনতার ঢল

গণভবনে ঢুকে যে যা পরছে নিয়ে যাচ্ছে আন্দোলনরত মানুষের ঢল। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবন অভিমুখে রওনা করেন তারা। একপর্যায়ে বিনা বাধায় গণভবনে ঢুকে পরেন তারা। 

এ সময় বিভিন্ন চেয়ার-টেবিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যবহার্য জিনিসপত্রসহ বিভিন্ন রকম নিয়ে উল্লাস করতে করতে যেতে দেখা যায় তাদের। 

১৫:১৮

দেশ ছেড়েছেন শেখ হাসিনা

পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আজ সকাল ১০ টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা ক্যানটনমেন্টের দিকে যান। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তাঁরা। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।  

এএফপির খবরে বলা হয়, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল। তাদের অনেকেই বিজয়োল্লাসে মেতে উঠেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন। 

 

 

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

সেকশন