বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অভ্যন্তরীণ রুটের ৮টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে অবতরণ করতে না পারায় ৪টি ফ্লাইট পাঠানো হয়েছে সিলেটে।
আজ সোমবার সন্ধ্যায় বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিমানের ঢাকা থেকে চট্টগ্রাম রুটের বিজি-৬১৭ ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটের বিজি-৬১৮ নম্বর ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা থেকে দুইটি, সিলেট থেকে ঢাকা রুটের দুইটি, ঢাকা থেকে সৈয়দপুর রুটের একটি এবং সৈয়দপুর থেকে ঢাকার একটি ফ্লাইট বাতিল হয়।
এদিকে শারজাহ ও কাতারের দোহা থেকে চট্টগ্রামগামী ও রাজশাহী থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হওয়ায় সেগুলো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। জেদ্দায় হজযাত্রীদের রেখে ফাঁকা ঢাকাগামী একটি ফ্লাইটও সিলেটে পাঠানো হয়।